ট্রেনের ভিতর আমি
রয়েছি প্রতীক্ষায়,
কখন থামবে ট্রেন
গন্তব্যে, শেষ সীমায় ।
বন্ধু আমার দাঁড়িয়ে আছে
সেই ঠিকানায়,
অতন্দ্র চোখে গুনছে প্রহর
আমারই অপেক্ষায় ।
ভাবুক আমি ভেবেই চলি
গতিশীলতা নিয়ে,
ট্রেনের গতি, জীবনের গতি
মিলিয়ে মিশিয়ে দিয়ে ।
বাইরের সব দৌড়য় পিছে
মাঠ-ঘাট আর পুকুর,
জানালা দিয়ে দেখেছিলেন
যেমনটি রবি-ঠাকুর ।
কাশবন'ও আছে, ট্রেন'ও চলেছে
নিজের রাস্তায়,
বিভূতিভূষণের অপু-দূর্গা
তারা গেল সব কোথায় ?
হয়তো গতিশীল আরো কিছুতে
তারা পড়েছে বাঁধা,
2G, 3G নাকি 4G ?
দুনিয়া গোলকধাঁধা ।