দেবী, তোমার পরিচয়-
তুমি এক কবির কল্পনার নারী ।
না, না, ভাবো একবার,
অন্য পরিচয় তোমার কি খুব দরকারী ?
দেবী বললো, সেকি !
আমি কারো মেয়ে, কারো প্রেমিকা,
লাগছে তো বেশ
এ সব পরিচয়ে থাকা ।
ঠিক বলেছো, ও সব পরিচয়
তোমাকে সামাজিক নিরাপত্তা দেবে ।
আর, কবির কবিতা
তোমায় চিরযৌবন দেবে ।
সময় চলে যাবে,
বয়স বেড়ে যাবে,
কসমেটিক্স এর সাধ্য কি
যে বয়স লুকাবে ।
কবিতায় থাকবে তুমি চির যুবতী হয়ে,
পাঠকবৃন্দ আনন্দ পাবে তোমার নাম মুখে নিয়ে,
এ ভাবেই দিন চলে যাবে
পৃথিবী ছেড়ে সবাই চলে যাবে ।
আসবে নতুন পাঠককুল
খুঁজবে তোমায় কবিতায়,
তেমনিই মাতবে আনন্দে
করবে কাজ অসীম প্রেরণায় ।
সেদিনও বেঁচে থাকবে তুমি
ধ্রুবতারার মতো,
এবার বলোতো, -- আর কোন পরিচয়
দেবে সুখ্যাতি এত ?