করোনা অকরুণ, তবে
আমরাই আজ করুণাপ্রার্থী
প্রকৃতির কাছে ।
বিষিয়ে দিয়েছি বাতাস
ভরিয়েছি ধূলোয় - ধোঁয়ায়
হিসেব আছে ?
নোংরা করেছি জলাশয়
নদী - সমুদ্রে জলজীবেরা
কেমনে বাঁচে ?
দূষিত মাটিতে ফসল
কীটনাশক ভরা শরীরের
আনাচে – কানাচে ।
অস্বচ্ছ জ্ঞান স্বচ্ছতার
করোনা ছড়ায়, যেমন
দাবানল গাছে ।
প্রকৃতি ধ্বংসে মেতেছি
ব্যুমেরাং হল, যম
শিয়রে নাচে ।
করোনা অকরুণ, তবে
আমরাই আজ করুণাপ্রার্থী
প্রকৃতির কাছে ।