কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
যদি এটাই চলার মন্ত্র হত
খুশি যে হত কত
নেই যে তার হিসাবখানা ।
উঁচু পাহাড়ে চলে যেতাম
লাফিয়ে লাফিয়ে উঠে
নামার চিন্তা থাকতো না মোটে
আকাশ ছুঁতে হাত বাড়াতাম ।
অতল জলের আহ্বানে
ডুব দিতাম মহাসাগরে
ডুবুরি-বিদ্যা আয়ত্ত করে
যেতাম পাতালপুরীর সন্ধানে ।
হারিয়ে যেতাম মরূভূমিতে
উট সঙ্গী হত
দিক বুঝতে থতমত ?
খুশি আমি দিক ভুলিতে ।
যদি আমি অথর্ব হই
মনে মনেই হারিয়ে যাব
রঙিন স্বপ্ন শুধু বিলাব
মনের মালিক তো আমি নিজেই ।