তিনি অদৃশ্য, অধরা -- তার
উপস্থিতির খুব দরকার
চঞ্চলমতি স্বভাবে তিনি
পালিয়েই যান এধার - ওধার ।
জন্মকালে ইনকিউবেটরে
হাজির হন তিনি যেমনই
মরণের পরে শ্মশানচুল্লিতে
পার করে দেন বৈতরনী ।
জন্ম - মৃত্যু, পাল্লা তো বড়
নিত্য জীবনেও তার ছোঁয়া
প্রতিদিন ঘরে আলো, পাখা চলে
রান্নাঘরে তাড়ান ধোঁয়া ।
বিশ্ব যখন যায় আঁধারে
সূয্যিমামা পাটে গেলে
অমনি তিনি হাজির পাড়ায়
রাস্তার বাতি দিলে জ্বেলে ।
রাগ করে তিনি উধাও হলে
কপালেতে পড়ে চিন্তার ভাঁজ
যদি না আসেন এক্ষুনি, বা
নাই বা ফের আসেন আজ ?
করতে হবে আবাহন তারে
ইনভার্টার, জেনারেটরে
যেওনা প্রভু থেকেই যাও
তোমাকে ছাড়া চলে কি করে ?
সৌদামিনী, ক্ষণপ্রভা, বিজলী-রূপেণ সংস্থিতা,
নমঃ তস্বৈ, নমঃ তস্বৈ, নমঃ তস্বৈ, নমৌ নমাঃ ।