চললে কোথায় ব্যস্ত হয়ে
অফিসের কাজে নাকি ?
সবকিছু নিলে, কবিতার খাতা
কলম রইল বাকি ?
ভাল থেকো গো প্রেমিক-কবি
ক'টা দিন পরবাসে,
আমার জন্য আনবে কি গো
ভরা শ্রাবণ মাসে ?
স্বপ্নে মোড়া ভিজে দিনগুলো
শুধুই শুনতে চায়,
তোমার আমার অজানা কথা
প্রেমের কবিতায় ।
প্রবাসে গিয়ে কবিতা লিখো
শুধুই আমায় নিয়ে,
স্বপ্নগুলোকে স্বাধীন কোরো
বেশ প্রশ্রয় দিয়ে ।
আসবে যখন শুনিও
ওটাই আমার উপহার,
অমূল্য সেটা অনেক,
ফিকে রত্ন-অলঙ্কার ।