অনেক আশা নিয়ে বেঁচে থাকি,
ভেজাল না খাওয়ার,
ভাল কিছু দেখার,
ভাল কিছু শোনার,
মানে সুস্থ বেঁচে থাকার ।
পরিবেশটাই বদলে যাচ্ছে,
শুধু দূষণের বলি হচ্ছে,
হতাশার ঘোর কাটবে না কি ?
অনেক আশা নিয়ে বেঁচে থাকি ।
অনেক আশা নিয়ে চেয়ে থাকি,
স্বর্ণযুগের গান যেন
বিস্মৃত না হয়,
বেঁচে থাকুক পুরোনো যত
কালজয়ী অভিনয় ।
নব-প্রজন্মই হারিয়ে যাচ্ছে,
শুধু মোবাইলে ডুবে থাকছে,
খাঁটি জিনিস তারা চিনবে কি ?
অনেক আশা নিয়ে চেয়ে থাকি ।
অনেক আশা নিয়ে বুক বাঁধি,
নব-প্রজন্মকে আমাদের
ঐতিহ্য চেনাবার,
যতই থাক দিকভোলানো
কালস্রোত দুর্নিবার ।
ব্যস্ততাতেই খাবি খাচ্ছে,
সময়ের সাথে শুধু ছুটছে,
একটু অবকাশ পায় যদি,
চেনাবই, - চেষ্টা থাক নিরবধি ।
অনেক আশা নিয়ে বুক বাঁধি ।