রঙের বাক্সে কত না রঙ
থাকে সকলে মিলে,
তার থেকে তুমি কয়েকটি রঙ
না হয় আমাকে দিলে ।
গেরুয়া নেব, সাদা নেব
সবুজ নেব আমি,
আঁকব একটি দারুন ছবি
মন দিয়ে দেখ তুমি ।
গেরুয়া রঙের আয়তক্ষেত্র
আঁকলাম আমি যেই,
আঁকব সাদা আয়তক্ষেত্র
তার ঠিক তলাতেই ।
সবুজ রঙের আয়তক্ষেত্র
আঁকব নীচে যখনই,
তিরঙ্গা বড় আয়তক্ষেত্র
তৈরী হবে তখনই ।
তিরঙ্গা এই আয়তক্ষেত্র
মাপ মতো হওয়া চাই,
লম্বা যদি তিন ভাগ হয়
দুই ভাগ হবে চওড়াই ।
নেভি-ব্লু এক চক্র এবার
তিরঙ্গা মাাঝে হবে,
পরিধি সাদা আয়তক্ষেত্রের
দুই ধার ছুঁয়ে রবে ।
চব্বিশটা স্পোক অশোকচক্রের
এঁকো তুমি মনে করে,
জাতীয় পতাকা তৈরী এবার
দেখ দুই চোখ ভরে ।
এটা তোমার, আমার
পুরো জাতির সম্মানের বিষয়,
এর মর্যাদাহানি, সম্মানহানি
কখনো যেন না হয় ।
উঁচুতে ধরে রাখবে
পতাকা স্পর্শ না করে ভূমি,
মাথা উঁচু করে "জয়-হিন্দ" বলে
এবার স্যালুট করো তুমি ।