২১ শে ফেব্রুয়ারী সকালে
বসলাম চায়ের কাপ নিয়ে
সামনে ছিল রোহিল
বললাম কথা নানা বিষয় নিয়ে ।
আজ তার জন্মদিন
তাই নতুন জামা পড়েছে সে
ডাকতেই কাছে, দৌড়ে
এসে বসল পাশে ।
শুধাই তারে, শহীদ-মিনার দেখেছ তুমি ?
বলোতো আছে কোনখানেতে ?
সপ্রতিভ উত্তর এল,
বি়-বা-দী বাগ, কোলকাতাতে ।
বললাম তারে, আরো আছে এক শহীদ-মিনার,
যাকে ভাষা শহীদ-মিনার কয়,
তুমি জানো কিছু তার সম্বন্ধে,
বলোতো সেটি আছে কোথায় ?
খানিক ভেবে চুপ থাকে সে,
শুধুই মাথা নাড়ায়,
বললাম সে অমর বলিদানের কথা,
লেখা যা ইতিহাসের পাতায় ।
রফিক,আবুল,আবদুস যারা
ভাষা-নীতির বিরোধিতা করেছিল,
মাতৃভাষা বাংলা'র মর্যাদা রক্ষায়
যারা প্রাণ বলিদান দিল ।
সে দিনটাও ছিল ২১ শে ফেব্রুয়ারী
যা তোমার জন্মদিন,
ওদের কথা ভুলোনা কখনো
ভুলোনা ওদের ঋণ ।
ভাষা শহীদ-মিনার হয়েছে নির্মান
ওঁদের স্মরনে,
ঠিকানা হল, ঢাকা-বাংলাদেশ
রেখো তুমি এটা মনে ।
মাতৃভাষা মায়ের আশিস
তাকে মাথায় করে নিও,
রফিক ভাই আর তার সাথীদের
রক্তের দাম দিও ।