ও বউ!
ছুয়ে যাবো হৃদয়ে তোমার,
আলোড়িত মোরা সিক্ত ছোয়ায়।
আসবে কি কোন বাধা; তবুও করবো মোরা ভুল।
বাধার পাহাড়ে ফোটাবো মোরা; ভালোবাসার একগুচ্ছ ফুল।
জোস্নায় আলোয় তুমি,
আমার প্রেমে হবে যে ব্যকুল।
তোমার জন্য খুজবো আমি সাদা গোলাপ ফুল।
একট অভিমানে,
যাবে কি আমায় ছেড়ে?
নাকি অভিমানে আকাশের তাঁরাদের ভীরে।
নিশ্চল সারারাত।
ও বউ!
ছেড়ে দিয়ে হাত,
পাবে কি সুখের নিবাস?
নাকি কাধবে অজর ধারায়।
তবে কেনো সংশয়,
ভালোবাসায় রাঙাবো মোরা ছেড়ে দিয়ে বিশ্বয়।