তুমি সকাল,
তুমি আলোকিত দিশায় রক্তে পাওয়া স্বাধীন বাংলা ভূমি।
তুমি শিশির ভেজা,
ধরণীর বুক চিরে সুরোভিত সিক্ত গোলাপ গাথা।
তুমি পাখিদের কোলাহলে,
নিদারুণ সুরে স্বপ্নে ভাসিয়ে আলোকিত সবুজ ভূমি।
তুমি পলাশের রঙে,
সবুজে সমারহে গড়েছো নতুন ভূমি।
তুমি কোকিলের সুরে,
অন্যায় অবিচারের বাধ ভেঙে ছড়াও আশার বানি।
তুমি মোরগের অগ্নি কণ্ঠে,
ফযরের আহবানে বুলন্দ কণ্ঠে জাগাও মাতৃভূমি।
তুমি স্রোতে ভেসে আসা,
সাত'ই মার্চের ভেসে আসা জাগরিত সেই ধ্বনি।