শ্রাবনের মেঘে,
এমন বর্ষায়,বৃষ্টির ঝিরিঝিরি  শব্দে
যেতে ইচ্ছে করে কোন এক কদম তলায়।
একা নয়, তুমিময় এই বিকেল সন্ধ্যায়।


কদম অরণ্যে,
হয়তো হলুদ নয়তো নীল শাড়ি হাতে চুড়ির ব্যাঞ্জনায়।
অবিরত,
এ ধ্বনি বৃষ্টির ফোঁটাও হার মানায়।

বাদলের ঝর্ণা ধারা হলদে কদম তলায়,
তুমি আমি মিশে একাকার,
সহশ্র বছর কেটে যাক, এ নিঝুম নিরালায়।

আসুক এ ক্ষন প্রতিবার পাবার ইচ্ছে শতবার
কাটুক এ বিকেল সন্ধ্যা অনিয়ম দুর্বার।

শ্বাসত বছর পর আসুক এই অবেলায়
অপেক্ষায় থাকব প্রিয় এই কদম তলায়।