সবুজ বনের মিষ্টি ছায়ায়,
আনমনা মন ছুটে বেড়ায়।
একটু রোদের মিষ্টি মায়ায়,
মন ছুটে যায় নীড় মোহনায়।
রবির মুখে দুষ্ট হাসি,
মেঘ ছুটে যায় রাশি রাশি।
মেঘের ছায়ার হাসে চাষি,
সোনালি মাঠে মুক্তার রাশি।
মেষ রাখালির বাশিঁর সুরে,
মেষ ছুটে যায় নদীর পাড়ে।
সোনালি ঘাসের মায়ার টানে,
গ্রাসফড়িং এর মেলা বসে।
রূপালী কন্যা ঘোমটা মাথায়,
কোলসি নিয়ে জলমোহনায়।
পথিক বলে ওহে কন্যা,
সিক্ত করো মোরে জলতৃষ্ণায়।
ছোট্ট পায়ে লিটল বালক,
মুখে তাহার হাসির ঝলক।
ওহে বালক কোথায় যাও?
শিখতে যাচ্ছি পাঠশালায়।
ডেকোনা ভাই পিছুটান,
মাস্টার বাবু ধরাবে কান।
সন্ধা নেমে সূর্য দিগন্তে,
পাখিরা যায় নিজ নীড়ান্তে।
কৃষক চলে মেঠো পথে,
মেষ পালকেরা রাখালি সূরে
ছুটে বেড়ায় রাখালের সাথে।
জোনাকি পোকার মেলায় এসে,
গল্প শুনি নানির পাশে।
রূপ কথার এই জীবন খানায়,
কতোই মায়া নীরবে কাদায়😑