শেষ ঠিকানা

ব্যস্ত শহরে ভেসে আসা বিলাপ ধ্বনির সুরে,
কে যেনো বহমান কফিনে হাজারো জনতার ভিরে।
সূর্য ডুবে যায় শেষ দিগন্তে,
ছেলেটি কাদিয়ে ফিরে যায় সবার অজান্তে।

সব কিছু হারিয়ে খুজে পেলো এক ঘাটি,
সে যেনো নিছক সাড়ে তিন হাত মাটি।
আগেই যদি বুঝতে তুমি বালক,
কাটাতে না জীবন তোমার সোনায় নলক।

রূপের মায়ায় কাটালো জীবন বেলা,
বিনিময়ে পেলো শূন্য হাতে অবহেলা।

সুখের আশায় বানিয়ে ফুলের বাগান,
ফুলের সুবাসে ভাসে তাহার মৃত্যুর জয়গান।
আশায় ছিলো ফুলের মধুর আহোরনে,
কাটায় বিদ্ধ জীবন তোমার শয়িত মরনে।

ছলনার ভিরে ছিলো যতো তোমারি আপনজন,
তারাই সেই বাগানের মধু করে আহোরন।
শূন্য ভূবনে শূন্য মরনে শুন্য হাতে তুমি,
অবশেষে পেলে কি আর? একটু খানি জমি।