শহীদ মিনারে বসিয়া প্রহর গুনতি একা,
যখন আসবো আমি পাবি মোর দেখা।
এসেই বকা শুনতাম তোর হাঁসি মুখে,
তবুও ভালোবাসার বুকে জড়িয়ে ধরতাম তোকে।
কতো পথ হেটেছি মোরা এক সাথে,
মামা বলিয়া আবদার করে খেয়েছি কতো শতো।
আজ শূন্য শূন্য অনুভূতি!
শহীদ মিনারে শতো ভীরে তোকে খুজি কতো,
কে যেনো পিছু ডাকে তোরি মতো।
দেখা হয়নি অনেক দিন তোর সাথে,
তবুও বকা গুলো ভেসে আসে মায়াবী স্রোতে।
যখন দূরে চলে যাবি ফেলে আমায় একা,
কবিতায় খুজে পাবো সোনালি দিনগুলোর দেখা।