বাবা তোমায় দেখি যখন ভোর সকাল বেলা,
তোমার চোখে ভাসে বাবা নীল আকাশের মেলা।

সূর্য হয়ে জ্বলো বাবা হয়ে মাথার তাঁজ,
কষ্টগুলো লুকিয়ে রাখো মুখে হাসির সাজ।
শিলা ভেঙে পাহাড় চিড়ে সাগর দিয়ে পাড়ি,
কুড়িয়ে আনো বাবা তুমি মহামূল্য  নুড়ি।

আষাঢ় মাসে বর্ষা নামে করি আমি খেলা,
ঝড় বাদলে করো নাকো কাজে অবহেলা।

যখন বলি ও বাবা??
কিনে দিবে বিড়াল ছানা আরো দিবে পাখি,
হাসি মুখে বলো তুমি এনে দেবো
আরোকি??

মাস শেষে বাবা  পকেট তোমার হয় যে মরুভূমি,
তবু তুমি হাসি মুখে  পূরন করো সবি।

ছুটির দিনে তোমার সাথে যাইগো নদীর কূলে,
হাতটি তুমি বুলিয়ে দাও আমার মাথার চুলে।
হারিয়ে যদি যাইগো আমি তোমায় দিয়ে ফাকি,
হাতাশ হয়ে অশ্রু জলে খুজবে আমায় নাকি??
পাগল হয়ে খুজবো তোকে ধরনীর ওই বুকে,
পাখি হয়ে ছুটবো আমি তোর সুবাসের দিকে।

সূর্য হয়ে থাকো তুমি আধার রাতে শশি,
তারা হয়ে থাকবো বাবা তোমায় ভালোবাসি।
নিজের সুখ বিলিয়ে দিয়ে করেছো মোরে দামি
তোমার জীবন করে দিয়ে শূন মরুভূমি।

অনেক আশা বুকে গেথে করেছো মোরে রবি,
ইচ্ছে জাগে মনে আমার আঁকবো তোমার ছবি।
সেই ছবিতে সূর্য হয়ে থাকবে তুমি বাবা,
আধার যেনো নাহি আসে দেবো আমি বাধা।