"মিস ইউ কাইসসা"(Elegy)
জীবনটা ভিখারি!
তোমাদের সাথে করবো না আর আড়ি।
করোনা আমাকে করে দিল ক্ষান্ত,
সে রাজ্যের নেই যে কোন সীমান্ত।
মূলার জুসে পাবেনা আর কোন স্বাদ,
চলে গেলাম একাকী রাজ্যে ছেড়ে দিয়ে সুখ আল্লাদ।
জীবনটা কলসি!
শূন্যের তরীতে ভাসিয়ে একাকী চলছি।
বলেছিলাম কতো যাইছনা সখিনা,
মায়া ছেড়ে নিজেই চলে গেলাম আজানায় ঠিকানা।
জীবনটা বেদনা!
তোমাদের ভীরে ফিরে আর আসবোনা।
ফিরবোনা আর ব্যস্ত শহরের ভীরে,
আবশেষে খুজে পেলাম ছোট্ট মাটির ঘরে।
#Dedicated to Kissa