মায়া ছেড়ে তৃভূবনের পাবো কি আর ঘাটি,
দয়া করে দেওগো মাগো একটু খানি মাটি।
জীবন বেলা ফুরিয়ে আমার তোমার ছায়াতলে,
হাসি মুখে রাখবে কি মা তোমার চরনতলে?
সর্প যখন আসবে তেড়ে, আমায় দিবে ছেড়ে?
দুই পাশের ওই মাটি এসে, ধ্বংস ধূলিস্যাতে।
শূন্য ঘরে থাকবো মাগো অন্ধকারের ভীরে,
অগ্নি বিনায় জ্বলবো মাগো আশা নাহি ছেড়ে।
শেষ ঠিকানায় পৌছে দেখি জীবন টা মোর বৃথা,
একটু সুযোগ পেলে প্রভু সিজদায় রাখবো মাথা।