------- মা --------
লিখেছেন - ফেরদৌসী & ইয়াছিন
মাগো তুমি মোর জীবনের শ্রেষ্ট উপহার।
মাগো তুমি মোর জীবনের দামী অলংকার।
মাগো তুমি পূরন করো মোর সকল স্বাদ আল্লাদ।
করে দিয়ে মাগো তোমার সুখ ধূলিসাৎ।
কষ্ট আমি তোমায় মাগো দিয়েছি জীবনে যত,
সহ্য তুমি করেছো মাগো হাসি মুখে অবিরত।
মাগো যখন দেখি আমি তোমার ঐ মুখ,
মনে হয় যেনো পেয়েছি মাগো পৃথিবীর সব সুখ।
সূর্য যখন লাল দিগন্তে চাঁদ মামা দেয় সাড়া,
মাগো তুমি আমার আশায় হও যে দিশেহারা।
ভোর সকালে কোরআন সুরে ঘুম যে আমার ভাঙে,
কি মায়া তার কন্ঠে ভাসে মন যে আমার টানে।
সকাল বেলা নিটল পায়ে তোমার সাথে সাথে,
মন যে আমার নাহি মানে একা পাঠশালাতে।
আড়ি করে বসে থাকি মাগো তোমার সাথে,
দোকান থেকে মজা কিনো রাগ ভাঙে মোর যাতে।
চশমা খানি মাগো তোমার লুকিয়ে আমি রাখি,
খুজে পেয়ে আমায় বলো ওহে দুষ্ট পাখি।
পানের বাটি সামনে নিয়ে যখন বসো মাগো,
মিষ্টি পানের মিষ্টি মুখে হাসো তুমি মাগো।
মাগো যখন স্পর্শ করি তোমার চরনখানি,
মন বলে ওই চরন তলে মোর বেহেশত খানি।
মাগো তোমার ঋন কবু হবে নাগো পূরন,
মাগো তোমার আগে যেনো হয় আমারি মরন।