কে তুমি
কে তুমি???
যার হাসিতে সূর্য হাসে।
পাখিরা যায় দূর অজানায়,
তোমার খোজে সন্ধা নামায়।
অভ্র তোমার হাসির মায়ায়,
সূর্য ঢেকে আধার নামায়।
দূর পাহাড়ে কোকিল সুরে
তোমার খোজে মেঘেরা ঘোরে।
কি মায়া তার মুখের ভাষায়?
নিস্তব্ধ সাগর ভেসে বেড়ায়,
অথৈজলে ভাটির সুরে,
সুর ভেসে যায় পাহাড় চিড়ে।
ফুল বাগানে ফুলের বাহার,
সুবাস ছুটে রাঙাতে তাহার।
তাহার সুরের সুবাস পানে,
মৌ ছুটে যায় মধুর টানে
মেঘের ডানা হাসির বাকে,
ক্লান্ত বালক বিমর্ষ চোখে।
সেই বালিকা জোস্না সাজে,
আলো হয়ে দেখে তাকে।
সেই আলোতে সিক্ত বালক,
দেখতে তাহার একটু ঝলক।
বালিকা ভাবে মনে মনে,
বালক তাহার মায়ার টানে,
খুজে বেড়ায় গহিন বনে।
দিন চলে যায় শেষ প্রহরে,
বালক নাহি আশা ছাড়ে।
পূবালী বাতাস পাগলা মনে,
ছুটে বেড়ায় তাহার টানে।
রংধনুর ওই সাতটি রঙে,
বন রাখালির বাশির সুরে
একা বালক নীরব মনে,
মন ছুটে তার সুরের টানে।
কি মায়া তার অজানা সুরে,
বালক পাগল ঘুরে ঘুরে।
পায় না দেখা তাহার নীড়ে,
খুজে তাকে স্বপ্ন ভীড়ে।