হারিয়ে যাবো নীলাকাশ বয়ে স্বপ্ন ডানায় ভেসে,
সুরের মেলায় হারিয়ে যাবো সুখ পাখিদের দেশে।

রাঙাবে সকাল বকুল সাজে প্রজাপতিদের মেলায়,
একাকী আমি থাকবো সেথায় শীতল  বাতাসের দোলায়।

সবুজ ঘাসের শিশির হয়ে ভেজাবো আমায় রঙে,
নদীর দিকে ছুটে যাবো ঘাসফড়িং এর টানে।

ঝর্নার ডানায় ভেসে  যাবো পাহাড়ি নদীর সাথে,
অথৈই জলে একাকার হয়ে হারাবো নদীর স্রোতে।

স্বপ্নে আমি ছুটে যাবো সাথে নাহি জনে,
একা মনে ধরণী ছেড়ে সুখ পাখিটার টানে।

স্বার্থপর এই শহর ছেড়ে দিয়ে আমি ফাকি,
ভালোবাসা নাহি পেয়ে, হারিয়ে যাবো একা।

খুজবে আমায় সময় হলে শেষ বিকেল বেলায়,
আসবো কবু নাহি ফিরে তোমার অবহেলায়।