হে নীলাকাশ!
আজ কেনো এতো বহুদূরে?
ফিরে কী আসবে আমার স্বপ্ন নীড়ে।
নাকি অভিমানে লুকাবে নীল রঙের ভীরে।
পাখির ডানায় মনের কথা লিখেছি আমি যত,
তোমার বুকে রবির হাসি দেখেছি আমি তত।
বিমর্ষ কেনো আজ?
তবে কি করেছো আড়ি?
মেঘের ডানায় ভেসে যাব,আজ তোমারি বাড়ি।
কাগজের প্লেনে কতোই চিঠি পাঠিয়েছি তোমার টানে,
শ্রাবণধারায় তোমার ছবি একেছি মনে মনে।
বর্ষধারায় সাজবে তুমি সাত রঁঙের মেলায়,
পাঠশালা ফাঁকি দিয়ে মাতবো তোমার খেলায়।