এখনো কী কান ঘেঁষে মিহি চুলের খোঁপায়
রেখে দাও ফুল?এখনো কী দীঘল বেণী থেকে
সোহাগী ঢঙে নেচে বেড়ায় বেলিফুলের দুল?
এখনো কী এলোমেলো হাওয়ায় দূর থেকে দূরে
সন্ধ্যাকাশে উদাসিনী হয়ে খুঁজে নেও বেণুকা সুর?
তোমার স্মৃতির খোঁপায় গেঁথে আছে নোঙ্গর
কোনো এক জাহাজী নাবিক।দম্ভী সমুদ্র থেকে
স্বপ্নিল ডানা মেলে ছুঁয়ে দেয় খোঁপার বাঁধন।
তোমার এলোকেশী বেণী আর নীল সাগরের
ক্ষুব্ধ সফেদ ফেনা এখন নাবিকের নিত্য বসন।