বারবার ফিরে যাই
গহীন প্রান্তর ভেদে দীর্ঘ চেনা পথে
নীলিমা যেখানে আশ্রয় দেয়
হলদে সারসী ঠোঁট।
খুঁজে পাই অসীম নিরবতা।
তবু আমি
দীর্ঘ চেনা পথিকের পথ চেয়ে
লুকিয়ে থাকি মেঘের আড়ালে।
মেঘেরাও আজকাল মেদুর অশ্রু ঝরায়
স্তম্ভিত হই;
যদি বা বিষন্ন বনানী
করজোরে বলে দেয় ফিরিয়ে দাও নি:সৃত জল !