কী জানি নামটি তোমার
কোথায় তোমার জন্মস্থান?
জন্ম আমায় দিয়েছে মা
বাপ বলেছে গোরস্থান।
খুঁজে নিতে পারবে তুমি?
ওটাই গো আমার বাসস্থান
সড়ক দিয়ে কিঞ্চিত বায়ে
দেখবে একটা তীর্থস্থান।
ছাই ফেলতে ভাঙ্গা কুলা
কে যে আমার আপন-পর
জন্ম থেকেই জ্বলছি আমি
নারীর কী হয় নিজের ঘর?
বয়স আমার যখন বারো
প্রেমের টানে ঘর ছাড়ি
বাবা বলছে দেখো মেয়ে
ওটাই তোমার নিজ বাড়ি।