তবু কথা বেঁচে থাকে
যে কথা সর্বত্র যায় না বলা
তবু অব্যক্ত ব্যথায়
কেঁপে উঠে মন
যে ব্যথা পালিয়ে বেড়ায় পাখির ঠোঁটে
মেঘের ডানায়
স্মৃতির কঞ্চি ডগায়
কখনও বা
দিনশেষে সঙ্গোপনে
উঁকি দেয় চুমোর নেশায়
ধূসর গোধূলিতে
আমার মুখভর্তি দাড়ি
চোখের নিচে বয়ে চলা কালো দাগ
এ সবই তোমার দেয়া গুপ্ত ব্যথার প্রতীক।