তুমি কেন ওই পূর্ণিমা-চাঁদটাকে বলো
ঝলসানো রুটি?
আর ভোরের সূর্যটাকে সূর্য বলেই ডাকো, দিনরাতি।

আমি বলি,ওটা তোমারই ভিমরতি। নয়তো কি?
খোরাকি নেই-
তাই মরা গাঙ্গে খোঁজ ঢেউ।

শারদীয় পদ্য তুমি লিখতেই পারো
ঝানু লেখক।
ধান ভানতে শিবের গীত এ শুনেছি বহূত, এসব ছাড়ো।
মরা ফুলদানিতে সুঘ্রাণ থাকে না।

তার চেয়ে বরং
নীলাভ আগুনে কামার্ত প্রেমিকের চোখ খোঁজ
অগ্নিগোলাকার সূর্যদেহে ক্ষেপা ঘোড়ার মতো ব্যাটা হুর পেতেও পারো।
অথবা
কাঙ্গালী ভোজে শরিক হও
দু'বেলা রুটি জুটলে জুটতেও পারে।