যাবেই যদি চলে যাও
বুকচাপড়ে কেনো এতো দীর্ঘশ্বাস ?
দিব্যি বলছি-
আদি মাতার কছম
পিন্দনের আঁচলে মজে থাকা প্রেমের
নেই কোনো বিশ্বাস !
চলে যাবেই যদি শুনে নাও
জোছনার আলোয় শরম লুকাবে কোথায় ?
আমি বলি-
তাঁর চেয়ে ঢের ভালো
চলো না হারিয়ে যাই-
তোমার সাথে বেঁধেছি যে প্রাণ
যেখানে ফড়িং উড়ে,খদ্যোত জ্বলে
রয়েছে মাটির ঘ্রাণ।