যে দিন তুমি পা রেখেছিলে এই নগরে
তোমার লতানো পায়ের তলায় বিপর্যস্ত রাজপথ ছিল
স্বীকৃত মায়ের জীবম্মৃত দেহ ছিল
নগরীতে উল্লাস ছিল
ধূসর আকাশে আলুথালু মেঘ ছিল
টিকটিকিদের আনাগোনা ছিল
শয়তানের বিদ্রুপ ছিল।
তুমি বীরদর্পে-
নির্বিঘ্নে এঁকে দিলে রাজকীয় পদচিহ্ন !
তোমার আগমন স্পর্শে-
উদ্যানের সবুজ ঘাসেরা কণ্ঠ ধরে
'জয় বাংলা, বাংলার জয়'।
স্বপ্নের সিঁড়ি বেয়ে তুমি ছিলে ইতিহাসের নায়ক থেকে
জ্যোতির্ময় মহানায়ক।
অতপর তুমি হঠাৎ হারিয়ে গেলে
এখনও রাজপথে সশস্ত্র যুদ্ধ
ভেঙচি কাটে ক্রুদ্ধ শয়তানের দল
আজ এখনও মনে হয় দরাজ কণ্ঠে কে যেন ডাকছে
'ভায়েরা আমার'।
অদ্ভুত পোড়া কপাল আমাদের।
এখন আর তোমার গল্প নেই
ভরাট কণ্ঠের আওয়াজ নেই
বসন্ত এলে ফুল ফোটে
বসন্তের ফুল ফোটার মতো রোজ আমিও কবিতা লিখি
অপ্রকাশিত থেকে যায় তোমাকে লেখা পান্ডুলিপি
আমার ইচ্ছে হয়
হৃদয়ের সবটুকু অর্ঘ্য ঢেলে দেই তোমায়।