আমার ক্লান্ত হৃদয় বারে বারে
ডাকে তাঁরে
সে শুধু ছায়া হয়ে ঘুরে বেড়ায়
বনের ধারে।
কী যে তাঁর রূপের মাধুরী যেন
উড়ন্ত মৌবন
বেয়াড়া সময় কেঁড়ে নেয় তাঁর
ফোটানো যৌবন।
আমি স্বপ্নঘোরে আকঁড়ে ধরে রাখি
লতানো কেশ
কখন আসবে ফিরে ক্ষণিক আশায়
কেটে যায় বেশ।
আমার ক্লান্ত বাগান জুড়ে আমি এক
অষ্ট প্রহর সূর্যমুখী
শুধু তুমি নেই বলে জীবনটা কেবল
চির দুঃখী।