হ্যাবলা গাধার রোগ ধরেছে
আহা কতো যন্ত্রণা
আস্তাবলের পণ্ডিত হাঁকায়
নেই কোনো মন্ত্রণা।
গাধার বেহাল দশা আঁচে
বৈদ্য হাঁকে ঘোড়ারোগ
ঘোড়ার গুঁতোয় বৈদ্য মরে
দুঃখে গাধা করে শোক।
গাধার গায়ে ঘোড়ারোগ
এটা কেমন হাল ?
বুদ্ধি খাঁটিয়ে গাধা কহে
ওটা বৈদ্যের চাল।