বাম দিকে ঝুঁকে পড়ে
ডানপিঠে ছেলে
লাল মলাট বই পড়ে
তন্ত্র ধরে মেলে
ঈশ্বরভক্তি ছেড়ে দিয়ে
যুক্তি নিয়ে খেলে
ডান-বামের কুস্তি খেলায়
জীবন কাটে জেলে।