এক।
বুক ধুক-ধুক
মৃদু সুখ
ব্লগাররা হচ্ছে খুন
রাষ্ট্র মূক !

দুই।
হায়নার দল
রাক্ষুসে-
পুলিশ কেন
তাঁদের পোষে ?

তিন।
এরা অদ্ভুত কেবল উড়ে
ইচ্ছে হয়-  
পোঁদে এঁদের বাঁশ ঢুকিয়ে
চেঁচাই বিকট সুরে!
তাঁদের ভয়ে
ঝিমঝিমিয়ে
থাকবো কতো সয়ে?