নিজকে নির্মাণ করতে গিয়ে
ভাঙছি প্রতিনিয়ত;
কেবলই অস্তিত্বের ভিতর খুঁজে পাই
সহস্রাব্দের নিষ্ঠুরতা।
বৈরী সময় এখন-
নি:শ্বাসটুকু আটকে আসে যখন তখন
চারিদিকে বিকট শব্দ
শ্রমিক জব্দ।কৃষক জব্দ।ভিটেমাটি জব্দ।
ভিতরে ভিতরে সবাই আরশোলা-
অন্ধকারে মাতামাতি
টক শোতে হাতাহাতি।রাজপথে গুতাগুতি।
ঘাড় নেড়ে পতিতা দেখায়
সদা-হাস্য মুখ।এরা সর্বভূক।
মৃত্যুপুরি শান বাঁধানো ঘাটে-
খুঁজে নেয় নগ্ন সুখ।
সহস্রাব্দের নিষ্ঠুরতা ভুলে
এলোমেলো পথ বেয়ে
দুহাত খুলে;
আদিম কৃষক ফিরিয়ে দেয়
আমার বিপন্ন অস্তিত্ব।