লাগাম ছাড়া পাগলা ঘোড়া
ঢুস ঢাসে
হুশ নাই
নেশার ঘোরে হুকুম করে
কূট চালে
জেতা চাই।
নেশা কেটে গেলে পরে
কেটে পড়ে
বড় ভাই
খিঁচে দৌড় দেয় তখন
বুঝে সেদিন
উপায় নাই।
জীর্ণ কেশর থাকে ঝুলে
শীর্ণ হয়
স্বীয় মন
দিগ্বিজয়ের স্বপ্ন হারায়
নষ্ট হয়
দুষ্টু পণ।