এক।
বলতে পারিনি তাই  
বলা হয়নি কথা
মনের গহীনে ছিল প্রেম
এখন কেনো ব্যথা ?

দুই।
চাঁদের মতো উঠলে ভেসে  
প্রথম প্রেমে সাড়া
কেমন করে থাকি বলো
এখন তোমায় ছাড়া?

তিন।
এই রাত শুধুই তোমার
দুঃখ নেই তাতে
তুমিহীন রাত্রি আমার
কষ্টে কেনো কাটে?