এই সেরেছে যাবো কোথায় এদিক-ওদিক গরম বেজায়
সবকিছু যে কেড়ে নিলো ধবলা নামের রাক্ষস ব্যাটায়।
ঘুষের টাকায় একটা ইলিশ কিনছে যেনো গরুর দামে
মস্তক আমার ঘুরছে এখন মাছের ঝাঁপির ডানে-বামে।
ধবলা কী আর চাটবে ইলিশ করছে শুধু বাহাদুরি
লুটের অর্থে দেখায় গরম দেখেনা শ্রমিকের আহাজারি।
ব্যবসা-পাতি করতে গিয়ে করছে ধবলা জুয়াচুরি
পুলিশ বাবা ধরতে গেলে মারে একখান জারিজুরি।
কালো টাকা সাদা করে ধবলা যখন ধব্জা ধরে
বেফাঁশ কথা কইলেও পরে নেয়না কভু শ্রী ঘরে।
এইনা দেখে সুশীলধারী ঠোঁটের কোণে দেয় হাঁসি
আমরাই তো আছি বেশ বাজাই শুধু নকল বাঁশি।