বাড়িয়ে দাও নিটোল হাতখানা
স্পর্শে জেগে উঠুক
অগ্নিদৃষ্টি;
সৃষ্টির সম্ভাবনা বেড়ে যাক
তোমার অবিনাশী জাগরণে।
ত্রস্ত বুকে নরখাদক
ঈশ্বরের কাছে প্রার্থনা করুক
তুমিই কন্যা-জায়া-জননী।
বিশ্বাস ভঙ্গের দায়ে প্রসব যন্ত্রণা উঠুক
খাদকের দেহে।
লালায়িত জিভ থেকে ঝরে পড়ুক  
কামনার বীর্য। বুঝে নিক  
আর একটিবারও দ্রোহী লড়াই নয়।
তবেই
সভ্যতার পেটে ফুলে উঠা জারজ
গাইবে নিশুতি গান-
ভ্রুন থেকে জেগে ওঠা আমরা সবাই মানুষ।