দিনশেষে আমি কেবল তোমাকেই খুঁজি।তুমি দুরন্ত রোদ্দুর-নিতে জানো ঝুঁকি।যদিও হেরে যেতে যেতে-হারিয়েছো জীবনের সব পুঁজি। তোমাকে খুঁজে নিবো বলে আকন্ঠ ডুবে থাকি বৈশাখী রোদ্দুর হাওয়ায়,সব কিছু ভুলে।আমি নিশ্চিত জানি,তোমাকে খুঁজে পাবোই-আগামী বৈশাখী ঢলে।রমনার বটমূলে নয়তো টিএসসির কোণে।আমি এও জানি,হেরে যাবার ভয়ে তুমি গুটিয়ে নিবে না হাত।লুকিয়ে রাখবে না দৃষ্টি।আবার ফিরবে যখন হাতে হাত রেখো।শক্ত করে ধরো হাত।জেনে নিও আমিও আছি তোমার সাথে।খুলে দিও দিগন্তের দ্বার; মনে রেখো ওরা মানুষ নয়,মানুষ নামের পুরুষ সম্রাট।ওরা তোমায় করবে বিভ্রাট।ঠিক নেই এঁদের মতি-গতি।রাষ্ট্রেও এঁদের কদর বেশি।উত্তোলিত পেশী দিয়ে ওরা করে কারবার।কখনও সমাজে।কখনও সংসারে। আলো-আঁধারে বারবার।ওদের শরীরময় কেবলই শিশ্ন।শক্ত-দণ্ডের প্রতাপে ওরা ভ্রষ্ট।ওরা নষ্ট পুরুষ সাজে,ওরা ভন্ড।এখন আর পিছু ফিরবার সময় নেই।হেরে যাবার ভয়ও নেই।আমিও আছি তোমার সাথে।চলো হাতে হাত রাখি।যতই বেড়ে যাক আঁধারের খেলা। তোমার আগমনে উঠবে জেগে অস্তগামী সাঁঝ-বেলা।তুমি শুধু একবার বলে দিও ওরা পুরুষ নয়,ওরা নপুংশক। শুধুই নপুংশক।
কবিতাটি ৩৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২১/০৪/২০১৫, ০৫:৪৭ মি: