পথটা জানা নেই-
পথের দিশারীও নেই এখন।তবু
রেখে গেছেন যুতসই নখের আঁচড়-
ধ্রুপদী ভাষণ; সেই কবে।
উনিশ 'শ পঁচাত্তর - দুই হাজার পনের
ফিরে দেখি ধুলোপথে
দুঃসময়ে কেটেছে কতটা জীবন।রাষ্ট্রে
অঢেল তারল্য। তবুও সঙ্কট।
এখন রাষ্ট্র জুড়ে-
উদোম উট পাখির ডানা
যাই যাই করছে সাদা কবুতরের দল
খাই খাই করছে বুনো শিয়ালের পাল।
গুরু-শিষ্য খুঁজে বেড়ায়-
নিখুঁত বারুদ; তরল কেরোসিন
মিছরির ছুরি'র প্রতাপে দংশিত হয় সাহসী যুবক।
পথটা এখনো জানাই হলো না। তবু
চাই আর একটা প্রলয়
কবে হবে নির্মিত পিতার পোট্রেট?
আমার প্রিয় বাংলাদেশ।