ওরা সব পোষা কুকুর
কুব্জ লেজ পায়ে নূপুর
ওরা চ্যাঁচায় রাত-দুপুর
নূপুর বাজে ঝুমুর-ঝুমুর।

পোষা কুকুর সমস্বরে
আর্জি তাঁদের মেলে ধরে
পালক ভেড়া ল্যাং মারে
সর্প বিষে ওঝা মরে।