বেঁচে থাকার ইচ্ছেটা কেবলই
যুদ্ধ করে অনিচ্ছার সাথে,অবিরত।
কাল্পনিক আকাশ ছোঁয়ার মতন
দুঃস্বপ্নগুলো এখন
ইচ্ছের বিরুদ্ধে ছিঁড়ে পড়ে;
অনেকটা খসে যাওয়া পাখির পালকের মতো
যেমনটি অলক্ষ্যে খসে পড়ে
বারোমাসি ফুলের পাঁপড়ি বিস্তীর্ণ গাছতলায়।
বড় ইচ্ছে করে রাতের খোলা আকাশটা কাছে টানি
ছুঁয়ে দেখি নক্ষত্রহীন আকাশে
রাতের জোনাকি। কল্পনাতে হাত রাখি
কতটা আলোকিত হওয়া যায় এক জীবনে।
যুদ্ধ যুদ্ধ বাতুল খেলায়-
মরুভূমির ধু ধু বালিয়াড়িতেও
তৃষ্ণার্ত পিপঁড়া খুঁজে বেড়ায় কোজাগরী রাতে
জীবন কতটা আনন্দের !