এক
মুণ্ডু যারা নেয় কেঁড়ে
তারা কি গুণ্ডা ?
কেউ বলে এরা নাকি
হনুদের পাণ্ডা।
বাকবাকুম দিনের বেলা
রাতে এক ছাদে
ঝোপ বুঝে কোপ মেরে
ঠেলে দেয় ফাঁদে।
গুণ্ডা-পাণ্ডা মিলে মিশে
দেশটারে খাইছে
ডান-বাম কোরাস করে
শিবের গীত গাইছে।
দুই
টোটকা খেয়ে রাজপুত্তর
নাচে তাক ধিন
ইতিহাসের ইতি কথা
পাল্টায় দিন দিন।
রাজ পুত্রের বিটলামিতে
জুরি দেয় হাঁক
জবান বন্ধ করে দিয়ে
ঘুরায় খেলার বাঁক।
বাঁকা ঠোঁটে মন্ত্রী মশাই
মুচকি হাসি মারে
কাটা গায়ে নুনের ছিটা
হাসি মুখে ছাড়ে।