দিনগুলো মোর কাটছে হিমে
বরফ আচ্ছাদন
কোন দেশেতে থাকি আমি
শুনবে বাছাধন ?
নামটি তোমার হয়তো জানা
সেক্সপিয়রের দেশ
রামছাগল আর নেইকো গরু
দেখছি শুধু মেষ ।
চারটি রাজ্যের রাষ্ট্র একটি
যুক্তরাজ্য নাম
রাণী হলেন রাষ্ট্রপ্রধান
কী যে তাঁর দাম !
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.