কবিতাকে অশ্রুসজল বিদায় দিয়ে
ঘাট পাড় হতেই-
গল্প এসে হাজির। আমি
কবিতা ভীষণ ভালোবাসি।
কবিতাকে ভালোবাসতে গিয়ে
গল্পকে হারিয়েছি
কাকডাকা ভোরের গল্প, বুলবুলিদের গান
শেয়াল পণ্ডিতের হাক্কাহুয়া।
দেশ জুড়ে-
বদ্ধ কপাট এখন গল্পের উত্স।
এখন আমিও
গল্প নিয়ে মশগুল। সেদিনের
গল্পও আমাকে নিরাশ করেছিল-
এক রাজকন্যা, রানী ও বোকা প্রজাদের গল্প
তুলা-সিংহের যুগল প্রেমে
বোকাদের গল্প।