একটু সামান্য দাবি- বেশি কিছু নয়
মেঘ থেকে বৃষ্টি ঝরাতে- বলবো না তোমায়  
ক্ষুধার্ত আছি-
দু'মুঠো অন্ন যোগাতেও নয়
শুধু চাই,বাঁচতে আমি নির্ভয়।
অস্থির জনপদ জুড়ে এখন- দুষ্টু শকুনের ঝাঁপাঝাঁপি
দলেবলে চড়ে বেড়ায় নেড়ির পাল
নগরে-বন্দরে ক্ষণে ক্ষণে;
মাগী-মর্দার অযাচিত হুঙ্কারে
রক্ত ঝরায়-
প্রসবিত বুনো-শূয়রের দল।
করুণা চাই না আর
যদি জিজ্ঞেস করো, কী চাই তবে?
এনে দিবে (?) একটি পুষ্পিত জবা'র
রক্ত রেণু-
আমার স্বপ্নচারী গর্বিত পিতা
আর কেউ নয়-
ফুলের ডগায় চঞ্চল প্রজাপতি
শুষে নিতে জানে-
চেতনার গহীনে থাকা রক্তবীজ
রক্তশিরায় খুঁজে পায় উর্বর মৃত্তিকার বিপ্লবী স্বাদ
আর নিভৃতে যতনে-
বিপন্ন শস্যভূমে আঁকে গণমানুষের ছবি।
হে অগ্নি-দগ্ধ মানব, জেনে নিও
প্রতিটি মৃত্যুর পর আমরা উঠেছি জেগে
আর একটিও কালো রাত নয়
আর একটিও দগ্ধ দেহ নয়
আর শকুনের ঠোঁটে মুক্তিযুদ্ধের ইতিহাস নয়
মুক্তির প্রজন্ম উঠবেই জেগে    
নষ্ট সময়ের ছেড়া কাগজে লিখবে তাঁদের বিপ্লবী নাম।