তেইশ পৌষের ভোরের প্রহর
কুয়াশা ফুঁড়ে
আঁধার ছেড়ে নিপুণ আলো
মহাকালের স্রোত ভেঙ্গে
খসে পড়া রক্তস্নাত শিশু
তীব্র চিত্কার
আলোকিত পৌষের মলিনতা
গহীন অরণ্যে সৃষ্টিসুখ
আহলাদে নেচে উঠা
নির্বাক সোনালী দুপুর
এ দিনটি আর কারো নয়
এ ছিল আমার মায়ের সৃষ্টিসুখ।