অন্তত আর একদিন প্রেম দাও
নরম ঠোঁটের স্পর্শে
উষ্ণতায় ভরে দাও নাভি সম্ভোগ
নিতম্বের শৈল্পিক কম্পন;
দেখে নিও
নৈঃশব্দের নিষ্ঠুরতা ভেঙ্গে
জীবনের সব গ্লানি মুছে দেবো,
শঙ্খচিলের ঠোঁট থেকে
ছিনিয়ে দিবো
তোমার শখের ধ্রুবতারা।
যদিও কোনো এক অদৃশ্য টানে-
আমি হাঁটাহাঁটি করি
তোমার ক্লান্তহীন ইচ্ছের বিরুদ্ধে;
মিথ্যে প্রেমের গল্প বুনে
আর লুকোচুরি নয়,
স্বার্থপর মুখোশটা খুলে ফেলে
কথা দিলাম-
আর নীল কষ্ট হয়ে
তোমাকে হারাতে দিবো না
দূরে, গন্তব্যহীন পথে।