এদিক ওদিক যেদিন তাকাই
খিস্তি-খেউড় বাজে রে
স্তাবক মশাইর স্তুতি জপ
কবির ভাগ্যেও জুটে রে !

স্তাবক বাবুর স্তুতি দেখে
খচখচানি লাগে যে  
কবি হবার স্বপ্ন আমার
এই জনমে গেল রে !

মোমবাতির পোড়া আঁঠা
ছ্যাত করে জ্বলে রে
ঘাপটি মারা গুটি পোঁকা
দাঁত কেলিয়ে হাঁসে রে !

ছেড়ে দে না কাইন্দা বাঁচি
চউক্ষে দেখি আন্ধা রে
স্তুতির তোরণ গলায় বেঁধে  
জলে ঝাঁপ দিবো রে !