জোনাকিরা জ্বলে উঠে ক্ষণে ক্ষণে
আঁকাবাঁকা পথে,
রোদ্দুরে দেখা মেলা ভার;
শূন্যে উড়ে শূন্যেতে জ্বলে
ক'জনই বা খবর রাখে তাঁর ?
পেঁজা তুলোর মতন উড়ে যেন
নর্তকীর ঢঙে,
রাত্রির কোলে মাতিয়ে রাখে ধরা;
কেউ বা হাত চেপে করে দেয় বিনাশ
ধরাকে করে জ্ঞান সরা।
ঝোপঝাড়ে পাতার ফাঁকে ফাঁকে
শরীর থেকে বিচ্ছুরিত বিভা,
নেই কোনো উত্তাপ;
আলোর স্রোতে নেচে উঠে সন্ধ্যা
আঁধারে আলোজ্বলা প্রতাপ ।